ভারতের মহারাষ্ট্রে ট্রাক-মিনিবাস সংঘর্ষে এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছত্রপতি সম্ভাজিনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী একটি মিনিবাস একটি কনটেইনার ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেট বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। তারা বুলধানা জেলার সাইলানি দরগা পরিদর্শন করে নাসিকে ফিরছিলেন।
এ দুর্ঘটনার পর কনটেইনারের চালক এবং আঞ্চলিক পরিবহন অফিসের (আরটিও) দুই সহকারী পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে ঔরঙ্গাবাদ গ্রামীণ পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো নিয়ম না মেনেই মহাসড়কে কনটেইনার ট্রাক থামান এবং এ কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :