AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় মৃতের সংখ্যা ৩৩০০ পৌছালো


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩৩ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩
গাজায় মৃতের সংখ্যা ৩৩০০ পৌছালো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত বেড়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জনে পৌছেছে। গত ৭ অক্টোবর প্রতিরোধ সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ সময়ে বেশ কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু। 

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গাজায় নিহতের সংখ্যা এখন ৩ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

 

তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৫০ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০। এ ছাড়া আহত হয়েছে ৩ হাজার ৫০০। অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ৬৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে।

 

তবে সংগঠনগুলো প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে না পারায় গাজা থেকে আটক ফিলিস্তিনিদের সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

Link copied!