ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের রকেট হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে দুসপ্তাহে ইসরায়েলি হামলায় লেবানিজ সংগঠনটির ১৯ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২০ অক্টোবর) হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হন। এতে আহত হন আরও দুই সেনা। এর জবাবে শনিবার (২১ অক্টোবর) পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে এক দিনে হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন।
রয়টার্স বলছে, গাজার হামাস যোদ্ধাদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে শনিবার হিজবুল্লাহর বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে। তবে এ গোষ্ঠীকে নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইরান-সমর্থিত হিজবুল্লাহর হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ভান্ডার রয়েছে। এছাড়া তারা উত্তর ইসরায়েলে আক্রমণ চালানোর পাঁয়তারা করছে।
অন্যদিকে ইসরায়েলি শহর বার’ আমের কাছে ট্যাংক-বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় আরও দুই সৈন্য হালকা আহত হয়েছে। তবে তারাও ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছে কিনা তা এখনো জানানো হয়নি।
একুশে সংবাদ/স.বিডি/না.স
আপনার মতামত লিখুন :