AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের লিউইস্টনে বন্দুক হামলায় নিহত ২২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৫ এএম, ২৬ অক্টোবর, ২০২৩
যুক্তরাষ্ট্রের লিউইস্টনে বন্দুক হামলায় নিহত ২২

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য মেইনের লিউইস্টন শহরের একাধিক স্থানে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় বুধবার রাতে এ হতাহতের ঘটনাটি ঘটে।

 

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। এতে ঠিক কতজন হতাহত হয়েছে, এখন পর্যন্ত সেটি স্পষ্ট নয়।

 

অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

 

লিউইস্টন পুলিশ জানিয়েছেন, বন্দুক হামলার ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে তারা চিহ্নিত করেছে। তিনি বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুটি বন্দুক হামলার সাথে জড়িত রয়েছেন। হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

 

এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লিউইস্টনের আশপাশের শহরেও সতর্কতা জারি করা এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!