গাজায় ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে তিন শতাধিক ইহুদি। তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্রান্ড সেন্ট্রারাল স্টেশনে বিক্ষোভ করেছে। এ সময় তারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান। খবর আরব নিউজ।
ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ায় মার্কিন পুলিশ তাদের বিক্ষোভ ভন্ডুল করে দেয়।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বিক্ষোভে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে ২০০ শতাধিক ইহুদিকে গ্রেপ্তার করা হয়েছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে অনেক যুবক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করে। এতে লেখা রয়েছে দ্রুত গাজায় যুদ্ধ বন্ধ করুন।
ইহুদি সংগঠন ভয়েস ফর পিস নিউ ইয়র্ক সিটি এ বিক্ষোভের ডাক দেয়। সংগঠনটি জানিয়েছে বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভে বহু মানুষ অংশ নেওয়ায় শহরের কেন্দ্রীয় রেল স্টেশনটি বন্ধ করে দেয়া হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিহত ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশের আহ্বান জানান, একই সঙ্গে তারা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের ভয়াবহ রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহতের পাশাপাশি জিম্মি করা হয় ২২০ জনকে।
এ ঘটনার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত সাড়ে সাত হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩ হাজারের বেশি শিশু।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :