AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যামেরিকার সঙ্গে সামরিক সহযোগিতা চায় চীন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪৪ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
অ্যামেরিকার সঙ্গে সামরিক সহযোগিতা চায় চীন

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করার বদলে চীন গত প্রায় ২০ মাস ধরে রাশিয়ার সঙ্গে বরং আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে৷ সমালোচকদের মতে, আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানের দোহাই দিলেও এই ঘনিষ্ঠতা চীনের প্রকৃত অবস্থান স্পষ্ট করে দিচ্ছে৷ দুই দেশই পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বিকল্প এক আন্তর্জাতিক কাঠামোর পক্ষে সওয়াল করছে৷ সোমবার বেইজিংয়ে চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এক সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন৷

শিয়াংশান ফোরাম নামের বাৎসরিক আন্তর্জাতিক সামরিক সম্মেলনের উদ্বোধনের সময়ে চীনের প্রতিরক্ষামন্ত্রীর অনুপস্থিতি নজর কেড়েছে৷ গত সপ্তাহে লি শাংফুকে আচমকা বরখাস্ত করা হয়৷ তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সম্মেলনে যোগ দিচ্ছেন৷

সের্গেই শোইগু পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে তারা বড় বিপদ সৃষ্টি করছে৷ তার মতে, রাশিয়ার সঙ্গে সংকট আরো জোরালো করে পশ্চিমা বিশ্ব পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে৷ এর পরিণাম বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে৷ শোইগুর অভিযোগ, ‘হাইব্রিড যুদ্ধ‍‍` চালিয়ে রাশিয়ার কৌশলগত পরাজয়ের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব৷

রাশিয়ার মতো সরাসরি অ্যামেরিকার সমালোচনা না করলেও চীনের সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইয়ুশিয়া অভিযোগ করে বলেন, ‘কিছু দেশ‍‍` ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সরকার উচ্ছেদের চেষ্টা করছে৷

তাইওয়ানের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সেটি চীনের মৌলিক স্বার্থের জায়গা৷ তার মতে, কোনো দেশের অন্যান্য দেশের প্রধান ও স্পর্শকাতর বিষয়ে প্ররোচনা জোগানো উচিত নয়৷ রাশিয়া ও চীনের মতে, কিছু বৈদেশিক শক্তি ইউরোপের পর এশিয়া মহাদেশেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে৷

রাশিয়ার মতো মরিয়া হয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা না করে চিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিও আগ্রহ দেখাচ্ছে৷ ঝাং ইয়ুশিয়ার ভাষণের বাকি অংশে সেই অবস্থানের প্রতিফলন দেখা গেছে৷

তিনি বলেন, চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় আরো গভীর করতে চায়৷ সেইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও দুই পক্ষের সুবিধার লক্ষ্যে বেইজিং ওয়াশিংটনের সঙ্গেও সামরিক সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী৷

উল্লেখ্য, চীনের সামরিক সম্মেলনে এক মার্কিন প্রতিনিধিদলও অংশ নিচ্ছে৷ তবে সেই দলের সদস্যরা চীনা সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, তা স্পষ্ট নয়৷ আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শীর্ষ বৈঠকের আগে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ছে৷ গত সপ্তাহেই চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ওয়াশিংটন সফর করে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন৷

অ্যামেরিকা চীনের সামরিক সম্মেলনকে গুরুত্ব দিলেও বাকি পশ্চিমা দেশগুলি হয় যোগদান করে নি, বা ছোট আকারের প্রতিনিধিদল পাঠিয়েছে৷ আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়গুলি নিয়ে আলোচনা করতে তারা মঞ্চ সিঙ্গাপুরে ‘শাংরি লা ডায়ালগ‍‍`-কেই গুরুত্ব দিচ্ছে৷ সূত্র : ডিডব্লিউ


একুশে সংবাদ/এসআর

Link copied!