AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন সিনেটে আটকে গেল ইসরাইলের সামরিক সহায়তা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৪ এএম, ৯ নভেম্বর, ২০২৩
মার্কিন সিনেটে আটকে গেল ইসরাইলের সামরিক সহায়তা

চলমান সংঘাতের মধ্যে ইসরাইলকে জরুরি সামরিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি বিল আটকে দিয়েছে সিনেট। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৭ নভেম্বর) প্রস্তাবটি সিনেটে তোলা হলে তা আটকে দেন ডেমোক্র্যাট সদস্যরা।

গত সপ্তাহে ইসরাইলকে ১৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে একটি বিল পাস করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এর মধ্যে স্বল্পপাল্লার রকেট হামলা মোকাবিলায় আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ৪০০ বিলিয়ন ডলার দেয়ার কথা বলা হয়েছে।

কিন্তু এ বিলে ইউক্রেনের জন্য কোনও অর্থ সহায়তা রাখেননি রিপাবলিকান সদস্যরা। যদিও ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকেও অর্থ সহায়তা দিতে চান ডেমোক্র্যাটরা। যার ফলে সিনেটে বিলটি তোলা হলে সেখানে ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়বে বলে আগেই সতর্ক করেছিলেন অনেকে।

রিপাবলিকান সিনেটর রজার মার্শাল বলেন, ‘সময়ের কথা বিবেচনা করে ইসরাইলের জন্য জরুরি এ সহায়তা অনুমোদনে সিনেটের একদম দেরি করা উচিত হবে না।’

তবে রিপাবলিকানদের এমন প্রস্তাবের বিরোধিতা করে ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার বিষয়ে জোর দিয়েছেন ডেমোক্র্যাটরা। এছাড়াও মানবিক সহায়তা, সীমান্ত নিরাপত্তা তহবিল এবং চীনকে মোকাবিলার জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ১০৬ বিলিয়ন ডলার সহায়তার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন বাইডেন।


একুশে সংবাদ/এসআর

Link copied!