চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে করণীয় ঠিক করতে আরব দেশগুলোকে নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব। খবর আরব নিউজের।
বুধবার (৮ নভেম্বর) সিঙ্গাপুরে নিউ ইকোনোমিক ফোরামের এক বৈঠকে এসব কথা জানান সৌদির বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ এ. আল-ফালিহ।
তিনি বলেন, চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের মধ্যেই সৌদি আরবের রিয়াদে একটি জরুরি বৈঠকের ডাক দিতে যাচ্ছে। এরপর কিছু দিনের মধ্যে আরেকটি ইসলামিক সামিটের আয়োজন করবে রিয়াদ।
আল ফালিহা আরও বলেন, সৌদির নেতৃত্বে আয়োজিত হতে যাওয়া বৈঠক চলমান সংকট সুরাহায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, মঙ্গলবার (৭ নভেম্বর) সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আরব লীগ ও আফ্রিকান ইউনিয়নের নেতাদের নিয়ে অন্য একটি বৈঠকে কথা চলছিল এ সপ্তাহেই। তবে আগামী সপ্তাহে আয়োজিত হতে যাওয়া বৈঠকের কারণে ওই বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এদিকে, জি-৭ জোটভুক্ত নেতারা ইরানকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে সহযোগিতা বন্ধ করার বিষয়ে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে তেহরানকে বিরত থাকারও কথা বলা হয়েছে। তবে ইরান তাদের এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। এছাড়াও তুরস্ক, ইরান ও পাকিস্তানের নেতারা চলমান সংকট সমাধানে রাশিয়ার সাথে আলোচনার জন্য মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সফর করছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রত্যুত্তর এক মাসের অধিক সময় ধরে গাজায় ইসরায়েলের হামলায় সাড়ে ১০ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :