৬ বছর পর আমেরিকা সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইডেনের সঙ্গে বৈঠক করবেন শি জিনপিং। পরে এশিয়া প্যাসিফিক ইকেনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সম্মেলনে যোগ দেবেন।
এর আগে ২০১৭ সালে শি জিনপিং আমেরিকায় সফর করেছিলেন। তখন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোয় পৌঁছান চীনের প্রেসিডেন্ট। আজ বুধবার সান ফ্রান্সিসকোয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করবেন শি।
আমেরিকা–চীন উত্তেজনার মধ্যে ঠিক এক বছর পর বাইডেনের সঙ্গে শি’র সামনাসামনি বৈঠক হচ্ছে। অধিকাংশ বিশ্লেষক মনে করেন, বর্তমান সময়ে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যাচ্ছে এই দুই দেশ। এই বৈঠককে তাই বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিরোধ কমানোর একটি সুযোগ হিসেবে দেখছেন অনেকে। ইতিমধ্যে বাইডেন বলেছেন, তিনি বেইজিংয়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চান।
শি আমেরিকায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এপেক সম্মেলনে বলেন, এই অঞ্চলের দেশগুলোর অর্থনীতির ক্ষেত্রে নিজেদের স্বাধীনভাবে অগ্রসরের অধিকার আছে। আমেরিকা মনে করে, এই অঞ্চলের অর্থনীতি তাদের নিজস্ব পথ স্বাধীনভাবে বেছে নিতে পারবে।
ব্লিংকেন চীনের নাম না নিলেও ইঙ্গিত যে দিয়েছেন তা অনুমান করা যায়। কারণ আমেরিকা বেশ কিছুদিন ধরে বলে আসছিল, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছোট দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :