AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সতর্কতা জারির মধ্যেই গাজায় বিমান হামলা, নিহত ৩২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৩৯ পিএম, ১৮ নভেম্বর, ২০২৩
সতর্কতা জারির মধ্যেই গাজায় বিমান হামলা, নিহত ৩২

দক্ষিণ গাজার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের দক্ষিণের দিকে সরে যেতে সতর্কতা জারির মধ্যেই শনিবার এ হামলা চালালো ইসরায়েলি বাহিনী। খবর এনডিটিভির।

এর আগে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে উপর থেকে লিফলেট ফেলে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন সহযোগী মার্ক রেগেভ এমএসএনবিসিকে বলেছেন, ‘আমরা লোকেদেরকে স্থানান্তর করতে বলছি। আমি জানি তাদের অনেকের জন্য এটা সহজ নয়, কিন্তু আমরা বেসামরিক লোকদের ক্রসফায়ারে মধ্য দেখতে চাই না।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, শনিবার রাতে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় একটি বহুতল ব্লকের দুটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, উত্তরে কয়েক কিলোমিটার (মাইল) দূরে দেইর আল-বালাহতে একটি বাড়িতে বিমান থেকে বোমা হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়। তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েল সেনাবাহিনী গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে কয়েক লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজা উপত্যকায় চলে গেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েলের হামলায় হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, গির্জা— কিছুই বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।

 


একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা

Link copied!