AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুক্রবার সকাল ৭টায় গাজায় যুদ্ধবিরতি: কাতার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৫৬ পিএম, ২৩ নভেম্বর, ২০২৩
শুক্রবার সকাল ৭টায় গাজায় যুদ্ধবিরতি: কাতার

শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে কাতার। সেই সঙ্গে বিকেলেই হামাসের কাছে জিম্মিদের বিকাল ৪টায় প্রথম ১৩ বন্দিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের রাজধানী দোহায় একটি সংবাদ সম্মেলনের সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

মাজেদ আল-আনসারি বলেন, ‘যেসব জিম্মি একই পরিবারের, তাদের একই একসাথে রাখা হবে। অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হবে। চারদিনে মোট মুক্তি পাবে ৫০ জন।’

তিনি আরও বলেছেন, নিরাপত্তার কারণে গাজা থেকে বন্দীদের কোন পথে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করতে পারবেন না। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা। আমাদের অপারেশন রুমের মাধ্যমে তারা যাতে নিরাপদে সেখানে পৌঁছায় তা নিশ্চিত করার দিকে আমরা মনোযোগ দেব।’

কাতারের এ কর্মকর্তা আরও বলেন, ‘আলোচনার ফলাফল অবশ্যই ছিল যুদ্ধবিরতির চুক্তি পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা সবসময় বলেছি এমন কিছু দরকার যেটি বাস্তবসম্মত এবং জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে।’


একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা

Link copied!