চলতি বছর দ্বিতীয় বারের মতো ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১০টা ৪২ মিনিটে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসায় এই ভূমিকম্প হয়েছে।
তুরস্কের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আফাদ জানিয়েছে, উত্তপশ্চিমাঞ্চলে মর্মর সাগর এবং তার তীরবর্তী শহর গেমলিকের মধ্যবর্তী ভূপৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
এর আগে গত ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্ক ও সিরিয়ায়। ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ১১টি প্রদেশ ও সিরিয়ার উত্তরাঞ্চলে নিহত হয়েছিলেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
সোমবারের ভূমিকম্পে অবশ্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি; তবে দেশটির টেলিভিশন চ্যানেল হাবেরতুর্ক জানিয়েছে, ভূমিকম্পের বাড়িঘর, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লোকজন ছুটে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :