মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এই নিষেধাজ্ঞা দেয়।
ব্যবস্থা নেওয়া হয়েছে এমন দেশগুলো হলো- আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে।
এর মধ্যে মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ বন্ধের জন্য আফগানিস্তানের দুই মন্ত্রী, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর সহিংসতার পরিকল্পনার জন্য ইরানের দুই কর্মকর্তা এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের জন্য দুই চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা আরোপ হওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে তাঁদের সম্পদ ভোগদখল করতে পারবেন না। দেশটির কোনো ব্যাংকে জমা থাকা অর্থ তুলতে পারবেন না। এ ছাড়া নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কোনো ব্যবসা ও লেনদেন করতে পারবে না।
যুক্তরাজ্য ও কানাডাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :