হাজার হাজার টন মরা মাছ উত্তর জাপানের সমুদ্র সৈকতে ভেসে এসেছে। গত বৃহস্পতিবার সকালে মাছগুলো ভেসে আসতে শুরু করে। মেট্রোর প্রতিবেদনে জানানো হয়েছে, জাপানের হাকোডেট দ্বীপের সৈকতের প্রায় আধা মাইলজুড়ে মাছগুলো ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভি
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বাসিন্দাদের এ মাছ না খাওয়ার আহ্বান জানিয়েছেন। কী কারণে মাছগুলো মরে সৈকতে ভেসে এসেছে, তার কারণ এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফুকুশিমা পারমাণবিক প্লান্টের তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলার কারণে এমনটি হতে পারে।
হাকোডেট মাছ গবেষণা প্রতিষ্ঠানের গবেষক তাকাসি ফুজিওকা’র উদ্ধৃতি দিয়ে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনা তিনি আগে শুনেছেন, কিন্তু কখনও চোখে দেখেননি। এবারই তিনি প্রথম এমন ঘটনার সম্মুখীন হলেন।
ফুজিওকা ধারণা করছেন, একটি বড় মাছের তাড়া খেয়ে মাছগুলো ঢেউয়ের মধ্যে পড়ে মারা গেছে। অন্য একটি কারণ হতে পারে মাছগুলো হয়তো অধিক ঠান্ডা পানির মধ্যে প্রবেশ করেছিল। তবে এগুলো সবই ধারণা।
ফুজিওকা বলেন, মাছগুলো মরে যাওয়ার প্রকৃত কারণ আমাদের অজানা। তাই আমি এগুলো না খাওয়ার আহ্বান জানাব। মাছগুলো সৈকতে ভেসে আসার পর কর্তৃপক্ষ সেগুলো সরানোর কাজ করছে।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে জাপান দ্বিতীয়বারের মতো তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলে। এ ঘটনার পর চীন এবং অন্যান্য দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। ২০১১ সালে ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়ার পর তার হাজার হাজার তেজস্ক্রিয় পানি জমা রাখে জাপান। পরে এগুলো ঠান্ডা করে সমুদ্রে ফেলার পরিকল্পনা করে দেশটি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :