AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তীব্র তুষারপাত: সিকিমে আটকে আট শতাধিক পর্যটককে উদ্ধার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৭ এএম, ১৪ ডিসেম্বর, ২০২৩
তীব্র তুষারপাত: সিকিমে আটকে আট শতাধিক পর্যটককে উদ্ধার

ভারতের সেনাবাহিনী দেশটির পূর্ব সিকিমের সুউচ্চ পার্বত্য এলাকায় আটকে পড়া প্রায় আট শতাধিক পর্যটককে উদ্ধার করেছে । 

স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তুষারপাত এবং দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে পড়া পর্যটকের অধিকাংশই বৃদ্ধ, নারী এবং শিশু। তারা পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন। খবর এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস পরিচালিত উদ্ধার অভিযান ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল এবং আটকে পড়া সব পর্যটকদের নিরাপদ এলাকায় সরানো হয়েছে। তাদেরকে আশ্রয়, শীতকালীন পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার দেয়া হচ্ছে। এমনকি আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করতে সেনারা ব্যারাক ও ছাউনি খালি করে দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) তাপমাত্রার পারদ দ্রুত নিচে নেমে আসায় তুষারপাত পূর্ব সিকিমে ভয়াবহ রূপ নেয়। পূর্ব সিকিমে আটকে পড়েন কমপক্ষে এক হাজার পর্যটক। পরে তাদের উদ্ধার করে ভারতীয় সেনারা। উদ্ধার করা পর্যটকদের আপাতত সেনা ছাউনিতেই রাখা হয়েছে। সেখানেই তাদের সেবা ও খাবার দেয়া হচ্ছে।


একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!