AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সস্ত্রীক দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫১ এএম, ১৮ ডিসেম্বর, ২০২৩
সস্ত্রীক দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট

ডেলাওয়্যারের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে।

বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন প্রচারণা কর্মীদের সঙ্গে একটি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তারা দুজনই অক্ষত আছেন।

বহরে থাকা গাড়িটি হঠাৎ একটি মোড়ে থামার চেষ্টা করেছিল এ সংঘর্ষ হয়। এ সময় বাইডেনের সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই গাড়িটিকে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে এবং চালককে তার হাত উপরে রেখে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী প্রথম দুজনই ভালো আছেন।

গত বছর একটি ছোট বেসরকারি বিমান ভুলবশত বাইডেনের ডেলাওয়্যার অবকাশের বাড়ির কাছে আকাশসীমায় প্রবেশ করেছিল। সেই সময় বাইডেন এবং তার স্ত্রীকে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  

সিক্রেট সার্ভিস জানিয়েছে, বিমানটিকে ভুলবশত একটি সুরক্ষিত এলাকায় প্রবেশ করার পর আকাশসীমা থেকে অবিলম্বে এসকর্ট করা হয়।

হোয়াইট হাউস তখন বলেছিল, বাইডেন বা তার পরিবারের জন্য কোনো হুমকি নেই এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাইডেন এবং তার স্ত্রী জিল তাদের রেহোবোথ বিচের বাড়িতে ফিরে আসেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

একুশে সংবাদ/এসআর

Link copied!