লোহিত সাগরে আরও দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। পণ্যবাহী ওই দুটি জাহাজকে লক্ষ্য করে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ড্রোন হামলা চালায় বলে জানা গেছে।
হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, এমএসসি ক্লারা এবং নরওয়েজিয়ান মালিকানাধীন সোয়ান আটলান্টিক জাহাজ দুটির ক্রুরা তাদের কলে কোনো সাড়া না দিলে আক্রমণগুলো চালানো হয়। খবর আল জাজিরা।
সোয়ান আটলান্টিকের মালিক পক্ষ জাহাজটিতে হামলার কথা স্বীকার করেছে তাদের কোনো ক্রু আহত হয়নি বলেও জানান তারা। অন্য জাহাজটিতে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও এমএসসি ক্লারা পানামার পতাকাবাহী জাহাজ বলে জানা গেছে।
সোয়ান আটলান্টিকের জাহাজটির মালিক সংস্থা ইনভেন্টর কেমিক্যাল ট্যাংকার্সের প্রধান নির্বাহী অয়েস্টেইন এলগান বলেছেন, হুথিদের হামলার পর জাহাজটির পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে অন্যান্য সকল সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে।
গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতিবাদে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে আসছে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :