ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরো ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৪০০ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৩৮২ জন ফিলিস্তিনি আহত হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি।
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে সংঘর্ষ আরো অনেক মাস’ চলবে। ইসরায়েল বলেছে, তারা মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা করেছে। বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :