মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটুনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০৩ জন নিহত আর আহত হয়েছেন বহু মানুষ।
বুধবার (৩ জানুয়ারি) দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাসেম সোলাইমানির সমাধিস্থল থেকে কয়েকশ মিটার দূরের এই বিস্ফোরণ ঘটে।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের স্থানীয় একটি কবরস্থানের কাছে সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বহু ইরানি জড়ো হয়েছিলেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স বলছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে অনুষ্ঠান চলাকালীন প্রথম ও পরে দ্বিতীয় বিস্ফোরণে অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।
আধা-সরকারি নুরনিউজ জানিয়েছে, কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।
টিভি ফুটেজে দেখা গেছে, আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। ইরানের কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৭১ জন আহত হয়েছেন।
কেরমানের ডেপুটি গভর্নর বিস্ফোরণের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটা সন্ত্রাসী হামলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের একাধিক ভিডিওতে বেশ কিছু মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
ইরানের জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্ত বলেছেন, বিস্ফোরণে ১০৩ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম নুরনিউজ বলছে, সমাধিস্থলের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
তিন বছর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের অধিনায়ক কাসেম সোলাইমানি ছিলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্বদের একজন।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :