ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার জবাবে গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। তবে মার্কিন হামলা লোহিত সাগরে হুতিদের আক্রমণ বন্ধ করতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইয়েমেনে একটি মার্কিন জাহাজে হুতি গোষ্ঠী ড্রোন হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইয়েমেনে পঞ্চম দফায় আক্রমণ করে।
এ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, হুতি লক্ষ্যবস্তুতে হামলা কাজ করছে কিনা। তখন তিনি বলেন, আচ্ছা, আপনি যখন বলছেন যে তারা (হামলা) কি হুতিদের থামিয়ে দিচ্ছে? উত্তর হচ্ছে না।
মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘এগুলো (মার্কিন হামলা) কি চলতে থাকবে? (উত্তর হচ্ছে) হ্যাঁ।’
এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তারা ‘দুটি হুতি-বিরোধী ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে যেগুলো দক্ষিণ লোহিত সাগরকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছিল।’
এতে আরও বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ‘ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করে’ এবং এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য এটিকে আসন্ন হুমকি বলে নির্ধারণ করে। পরে মার্কিন বাহিনী আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করে ধ্বংস করে।
গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। এ হামলার পর নভেম্বর থেকে হামাসকে সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছে পশ্চিমারা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :