যুদ্ধ–বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা শহরের উত্তরাঞ্চলীয় আল শিফা হাসপাতালে মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশু মারা গেছে। চিকিৎসকেরা বলছেন, ‘দুধ না পেয়ে শিশুটি অপুষ্টিজনিত কারণে মারা গেছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মাহমুদের পরিবার তাকে দুধ ও অন্যান্য প্রয়োজনীয় খাবার দিতে পারেনি। ফলে শিশুটি না খেতে পেয়ে নিস্তেজ হয়ে পড়েছিল। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন একজন প্যারামেডিক। তিনি বলেন, ‘একজন নারী তার শিশু সন্তানকে নিয়ে রাস্তায় দৌড়াচ্ছিলেন এবং চিৎকার করে সাহায্য চাইছিলেন। শিশুটির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল বলে মনে হচ্ছিল। এ দৃশ্য সহ্য করার মতো নয়।’
এরপর শিশুটিকে নিয়ে দ্রুত হাসপাতালে যান বলে জানান তিনি। চিকিৎসকেরা তাকে আইসিইউতে নিলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে তীব্র খাদ্য সংকট চলছে। জাতিসংঘের স্বেচ্ছাসেবী সংস্থা সেখানে খাবার বিতরণ করতে পারেনি। জাতিসংঘ বলেছে, গত ৫ ফেব্রুয়ারি গাজায় তাদের একটি খাদ্যবাহী গাড়িতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে আর গাজায় খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেখানে তাদের কার্যক্রম স্তগিত করেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা আর জিম্মি করে ২৫৩ জনকে। এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত উপত্যকায় ২৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৭০ হাজার।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :