অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাব গৃহীত হওয়ায় করতালিতে ফেটে পড়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত ছিল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যতামূলক নয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। বিশ্বব্যাপী নেতারা জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা উল্লেখ করে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস।
গাজা উপকূল সাগরে ত্রাণ ফেলে ফিলিস্তিনিদের তা সাঁতরে সংগ্রহে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। মুহাম্মাদ সোবেইহ নামে এক ফিলিস্তিনি জানান, পাইলট নিশ্চিতভাবে জানতেন প্যারাসুটগুলো সমুদ্রে পড়তে চলেছে। কেন তারা সমুদ্রে ফেলে দিচ্ছে?
গাজার দেইর-আল-বালাহ শহরে কমপক্ষে ২২ এবং রাফাহ শহরে শিশুসহ ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৩৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৪ হাজার ৬৯৪ ফিলিস্তিনি।
এছাড়া, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি অভিযানের খবর পাওয়া যায়। জেনিন এবং জেরুজালেমে ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :