সেনাশাসিত মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও দেশজুড়ে তা নাও হতে পারে। সোমবার মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, শান্তি এবং স্থিতিশীলতা এলেই কেবল এই নির্বাচন হবে।
মিয়ানমারের বেশির ভাগ অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই আগামী নির্বাচন নিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছেন হ্লাইং। রুশ বার্তা সংস্থাকে দেওয়া তার সাক্ষাৎকারের অনুবাদ মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
তাসকে দেওয়া সাক্ষাৎকারে মিন অং হ্লাইং আরও বলেছেন, দেশ যদি শান্ত এবং স্থিতিশীল হয়, তা হলেই কেবল আমাদের সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আইন অনুযায়ী, সারা দেশে নির্বাচন না হলেও আমরা যতটুকু পারি আয়োজন করব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :