দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) পেরুর প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালিয়েছে সরকারি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির কাছে পেরুর পুলিশ বিভাগের সরবরাহ করা নথিপত্র অনুযায়ী এই অভিযানে ৪০ জনের মতো কর্মকর্তা অংশ নেন।
রোলেক্স ঘড়ি খুঁজে বের করতে এই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গেছে। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অবশ্য এমন কোনো ঘড়ি তার কাছে আছে কী না সে বিষয়ে কোনো ঘোষণা দেননি। পুলিশ এ প্রসঙ্গে জানায়, তল্লাশি অভিযানটি চালানো হয় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার অংশ হিসেবে।
এ মাসের শুরুতে পেরুর সরকারি কর্তৃপক্ষ ওইসব ঘড়ির বিষয়ে তদন্ত শুরু করে। এর আগে সংবাদপত্রের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের হাতে থাকা রহস্যজনক ও বিলাসী ঘড়ির বিষয়টি উঠে আসে। বেলুয়ার্তে তার পাবলিক রেকর্ডে এই সব ঘড়ি থাকার বিষয়টি উল্লেখ করেননি।
শনিবার পুলিশ ও প্রসিকিউটর অফিসের যৌথ অভিযানটি স্থানীয় টেলিভিশন চ্যানেল লাটিনাতে সম্প্রচারও করা হয়।
২০২২ সালের ডিসেম্বরে বলুয়ার্তে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন সাবেক প্রেসিডেন্ট পেদ্র কসটিলোর পতনের সূত্র ধরে। কসটিলো দেশের কংগ্রেস বিলুপ্ত করে ডিক্রি জারির মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করলে তার পতন ত্বরান্বিত হয় ও তিনি গ্রেপ্তার হন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :