AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় গণদুর্ভিক্ষ দেখা দিলে সহিংসতা বাড়বে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৭ পিএম, ১০ এপ্রিল, ২০২৪
গাজায় গণদুর্ভিক্ষ দেখা দিলে সহিংসতা বাড়বে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ফিলিস্তিনের গাজায় একটি প্রাণঘাতী ও গণদুর্ভিক্ষ দেখা দিলে সহিংসতা বাড়বে এবং একটি দীর্ঘমেয়াদি সংঘাত নিশ্চিত করবে। দুর্ভিক্ষ নিয়ে সতর্কতার কথা বললেও ফিলিস্তিনি উপত্যকায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছেন অস্টিন।

মঙ্গলবার (৯ এপ্রিল) মার্কিন সিনেটের এক শুনানিতে এ সতর্কতার কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় ছয় মাস ধরে চলমান ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন চলছে। ইসরায়েলি অভিযানে গাজার প্রায় সব বাসিন্দা নিজেদের ঘর-বাড়ি থেকে উচ্ছেদ হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পুরো উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ ও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। গাজার  স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

এক আইনপ্রণেতা জানতে চেয়েছিলেন, গাজায় যদি একটি প্রাণঘাতী গণদুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে প্রভাব কী হবে। জবাবে অস্টিন বলেছেন, এতে সহিংসতার তীব্রতা বাড়বে এবং দীর্ঘমেয়াদি সংঘাত নিশ্চিত করবে।

সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে অস্টিন বলেছেন, এমনটি হওয়া উচিত না। আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তা অব্যাহত রাখা উচিত। আমরা তা করছি। মানবিক সহযোগিতা দিতে ইসরায়েলিদের আমরা উৎসাহিত করছি।

অস্টিন বলেছেন, ত্রাণের সরবরাহ বৃদ্ধি আরও বৃদ্ধি ও টেকসই হয় কি না তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের আলাদা করতে ইসরায়েলের ব্যর্থতা আরও সন্ত্রাসবাদের জন্ম দেবে।

ইসরায়েলি হামলার ফলে ফিলিস্তিনি বেসামরিক মানুষের জন্য মানবিক বিপর্যয় মোকাবিলায় উদ্যোগ নিতে নিজের ডেমোক্র্যাটিক পার্টি থেকেও চাপের মুখে রয়েছেন তিনি।

সম্প্রতি প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও বাইডেনের গুরুত্বপূর্ণ মিত্র ন্যান্সি পেলোসিসহ বেশ কয়েকজন কংগ্রেশনাল ডেমোক্র্যাট ইসরায়েলে অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানিয়েছেন।

একুশে সংবাদ/বা.ট্রি/এসএডি
 

Link copied!