AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেনমার্কের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০৪ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪
ডেনমার্কের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

ডেনমার্কের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে। ভবনটির অবস্থান কোপেনহেগেনের কেন্দ্রে। বিবিসির জানিয়েছে, ১৭ শতাব্দীর ভবনটি শহরের পুরোনো ভবনগুলোর মধ্যে অন্যতম। আগুনের শিখায় এর নান্দনিক চূড়ার অংশটি ভেঙে পড়ে।

ভবনের ভিতরে সবাই বের হতে পেরেছেন। লোকজন এর ঐতিহাসিক কিছু চিত্রকর্মও রক্ষা করতে সমর্থ হয়েছিল।

দেশটির সংস্কৃতিমন্ত্রী জ্যাকব-এঞ্জেল বলেন, ৪০০ বছরের ডেনমার্কের সাংস্কৃতিক ঐতিহ্য আগুনে পুড়েছে। ভবনের চূড়া দেখতে চারটি ড্রাগনের প্যাঁচানো লেজের মতো ছিল। সেটির মেরামতের কাজ চলার সময় অগ্নিকাণ্ড ঘটে।

ড্যানিশ গণমাধ্যম বলেছে, ১৬২৫ সালে ভবনটি নির্মিত স্টক এক্সচেঞ্জের আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

পুরানো স্টক এক্সচেঞ্জ ভবনটি সংস্কার করা হচ্ছে। এটি প্রতিরক্ষামূলক প্লাস্টিকের আবরণে ঘেরা হয়েছিল।

ভবনটি ডেনিশ চেম্বার অফ কমার্সের অফিস হিসেবে ব্যবহৃত হয়। মঙ্গলবার সকালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা বেশ ভয়ঙ্কর বলে জানিয়েছে চেম্বার।

স্থানীয় কারিগর হেনরিক গ্রাজ ডেনিশ টিভিকে বলেন, এটা খুবই দুঃখের দিন।

জরুরী পরিষেবার প্রধান জ্যাকব ওয়েডস্টেড অ্যান্ডারসন বলেছেন, পুরানো তামার ছাদের ভিতরে অগ্নিনির্বাপকদের প্রবেশ করা প্রায় অসম্ভব।


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

 

Link copied!