ভারতের গুজরাটে খেলার স্থানে আগুনের ঘটনায় রাজকোট পৌরসভার ওপর ক্ষোভ ঝাড়লেন হাইকোর্ট। আদালত ২৭ মে জানালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নিয়ন্ত্রিত রাজ্য সরকারকে আর বিশ্বাস করা যায় না। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এর আগে, রাজকোট পৌরসভা আদালতকে জানিয়েছিল, অগ্নিনিরাপত্তাসহ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ২৪ মাসের বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছে দুটি গেমিং জোন। এতেই ক্ষুব্ধ হয়েছে হাইকোর্ট। এই ঘটনায় গুজরাট সরকারকে নোটিশও পাঠিয়েছে আদালত।
রাজ্য সরকার কি চোখ বন্ধ করে আছে? প্রশ্ন তুলেছে আদালত।
রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেছেন, গত বছরের নভেম্বরে স্থানীয় পুলিশ ওই গেমিং জোনকে লাইসেন্স দেয়। ২০২৪ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত তা নবায়ন করা হয় বলে জানিয়েছেন তিনি। তবে এর অগ্নিনিরাপত্তা সার্টিফিকেট ছিল কিনা, তা খতিয়ে দেখা হয়নি।
রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনীষা লভ কুমার শাহ। তিনিও স্বীকার করেছেন, আহমেদাবাদসহ অন্য দুটি গেমিং জোন পরিচালনা করার অনুমতি ছিল না।
শনিবার রাতে রাজকোটের একটি গেমিং জোনে অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
একুশে সংবাদ/ বা.ট্রি/ এসএডি
আপনার মতামত লিখুন :