রাশিয়ায় ভেতরে হামলা করার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৮ মে তিনি বলেন, ইউরোপে ন্যাটো সদস্যরা আগুন নিয়ে খেলছে। তিনি সতর্ক করে বলেন, তাদের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে হওয়া সবচেয়ে মারাত্মক যুদ্ধ। দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এটি। এই যুদ্ধে কীভাবে রাশিয়ার সামরিক অগ্রগতি বন্ধ করা যায় তা নিয়ে উঠেপড়ে লেগেছে পশ্চিমারা। এতে একটি ক্রমবর্ধমান বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন পুতিন। তিনি বলেন, ‘এটি বলা কঠিন—তারা কি বিশ্বব্যাপী সংঘাত চায়?’
পুতিন বলেছিলেন, রাশিয়াতে দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা করতে চাইলে তাদের পশ্চিমাদের স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য এবং সামরিক সাহায্যের প্রয়োজন হবে। আর তাই দেশটির সঙ্গে পশ্চিমারা সরাসরি জড়িত হবে। ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর পদক্ষেপে নিঃসন্দেহে একটি বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়াবে বলেও সতর্ক করেন পুতিন।
ইউরোপে ন্যাটো সদস্যদের কথা বলতে গিয়ে পুতিন বলেছিলেন, ছোট দেশগুলোকে ‘তারা কী নিয়ে খেলছে সে বিষয়ে সচেতন হওয়া উচিত’। কেননা, তাদের ভূমি ছোট এবং জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। পুতিন বলেছিলেন, ‘এটি এমন একটি বিষয় যা তাদের রুশ ভূখণ্ডের ভেতর হামলা করার বিষয়ে কথা বলার আগে মনে রাখা উচিত।’
একুশে সংবাদ/ বা.ট্রি/এসএডি
আপনার মতামত লিখুন :