ভারতে ভিড়ে উপচে পড়া চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক মারা গেছেন। মৃত যুবকের নাম মোহাম্মদ আলি হাসান আনসারি (২২)। তিনি পশ্চিমবঙ্গের টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (৭ জুন) সকাল থেকে ভোগান্তিতে ছিলেন ট্রেনযাত্রীরা। নির্মাণকাজের জন্য শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। এর জেরে বাতিল হয় প্রায় ৯০টি ট্রেন। যে কয়েকটি ট্রেন চলছে, তাতেও উপচে পড়ছে ভিড়। এদিন ভিড় ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ২২ বছরের ওই যুবকের।
স্থানীয়দের দাবি, শুক্রবার সকালে ব্যারাকপুর লোকাল নামে ট্রেনটিতে টিটাগড় স্টেশন থেকে উঠেছিলেন ওই যুবক। ট্রেন ছেড়ে ২০০ মিটার এগোনোর পর ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ছেলেটি টিটাগড় থেকে উঠেছিল। ভেতরেও ঢুকতে পারেনি, এত ভিড় ছিল! বাইরে ঝুলছিল।
একুশে সংবাদ/ঢা.পো/সা.আ
আপনার মতামত লিখুন :