ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় অলকানন্দা নদীতে পড়ে গেছে টেম্পো ট্রাভেলার গাড়ি। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। দেশটির কর্মকর্তারা বলেছেন, শনিবার (১৫ জুন) উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, শনিবার সকালে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে ঘটে বিপত্তি। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।
প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
একুশে সংবাদ/ই.ক/সা.আ
আপনার মতামত লিখুন :