সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ফজর নামাজের পরপরই মুসিল্লিরা ঈদগাহে অবস্থান নেন। বিভিন্ন দেশের প্রবাসী, নারী, পুরুষ ও শিশুরা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
আমিরাতে বিভিন্ন স্টেইটের ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আবুধাবীতে ৫টা ৫০ মিনিটে, দুবাইয়ে ৫টা ৪৫ মিনিটে, আল আইন, শারজাহ ও আজমানে ৫টা ৪৪ মিনিটে, উম্মুল কুয়াইনে ৫টা ৪৩ মিনিটে, রাস আল খাইমা ও ফুজাইরাতে ৫টা ৪১ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ উপলক্ষে ১৫ জুন থেকে ১৮ জুন চার দিনের ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার। ঈদের ছুটি উপলক্ষে মওকুফ করা হয়েছে পার্কিং ও টোল ফি।
প্রতিবারের মতো এবারও ওমানের রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ পেশাজীবীরা মাস্কাটেই ঈদের নামাজ আদায় করেন। এবার মাস্কাটে সকাল ৬.০৫ মিনিটে ঈদের জামাত শুরু হয়।
এ ছাড়া ওমানের সব যায়গাতেই সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সালালায় জামাত শুরু হবে ৬টা ৩৫ মিনিটে, ইব্রিতে ৬টা ১৩, নিজুয়ায় ৬টা ১০ এবং খাসাবে ৬টা ০৮ মিনিটে নামাজ আদায় হবে। পাশাপাশি ইব্রায় ৬টা ০৬ এবং হাইমায় জামাত শুরু হবে ৬টা ২১ মিনিটে। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে।
দুবাইয়ের আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদে রোববার সকাল ৬টা ১৫ মিনিটে ঈদুল আজহার নামাজ পড়েছেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
সূত্র: আলজারিরা ও গালফ নিউজ
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :