AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্ক বিয়ষক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তার পদত্যাগ


ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্ক বিয়ষক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তার পদত্যাগ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্ক বিষয়ক এক সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহে তিনি পদত্যাগ করেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৪০০ জন নিহত ঘটনার মধ্যেই মার্কিন ওই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল। খবর আল জাজিরা

শুক্রবার (২১ জুন) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক ডেপুটি অ্যাসিটেন্ট সেক্রেটারি অ্যান্ড্রু মিলার চাকরি ছেড়ে দিয়েছেন।

মিলার তার সহকর্মীদের জানান, পরিবারকে আরও বেশি সময় দেয়ার জন্য তিনি চাকরি চেড়ে দিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অক্টোবর থেকে চলা হামলা বর্তমানে আরও আগ্রাসী হয়ে উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল সরকারের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ‘বিয়াগ হাগ’ (গলায় গলায় মিল) অবস্থান নিয়ে শুরুতেই সন্দিহান ছিলেন।

ইসরায়েল সরকারের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের কারণে বাইডেন প্রশাসনের অনেকেই পদত্যাগ করেছেন। যার সর্বশেষ উদাহরণ হলেন অ্যান্ড্রু মিলার।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
 

Link copied!