AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজের কিডনি প্রতিস্থাপন নিজ চোখেই দেখলেন যুবক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৭ এএম, ২৬ জুন, ২০২৪
নিজের কিডনি প্রতিস্থাপন নিজ চোখেই দেখলেন যুবক

নিজ চোখেই নিজের কিডনি প্রতিস্থাপন করতে দেখেছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর এক ব্যক্তি। তাকে অজ্ঞান না করেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তবে অস্ত্রোপচারের সময় কোনো ব্যথা অনুভব করেননি তিনি। এমনকি জটিল এই অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পর হাসপাতাল থেকে বাড়িতে চলে যান ঐ ব্যক্তি। সোমবার শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিনে জন নিকোলাস নামে ঐ ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। 

এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী নিদর্শন স্থাপিত হয়েছে। যেখানে এ ধরনের অস্ত্রোপচারের পর একজন রোগীকে ২ থেকে ৩ দিন, আবার কাউকে ৭দিনও হাসপাতালে অবস্থান করতে হয় সেখানে ২৪ ঘণ্টার মধ্যেই নিকোলাস বাড়িতে যেতে পেরেছেন।

অস্ত্রোপচারের আগে নিকোলাসের শরীরে প্রয়োগ করা হয় মেরুদণ্ডের চেতনানাশক। একজন শিশু জন্মের আগে মাকে যে চেতনানাশক প্রয়োগ করা হয় এটি একই ধরনের চেতনানাশক।

নিকোলাসের ওপর এই অস্ত্রোপচারটি করেছেন ডাক্তার সতীশ নাদিগ। তিনি জানিয়েছেন এই চেতনানাশক প্রয়োগের কারণে নিকোলাস জেগে থাকতে সমর্থ হয়েছিলেন। অস্ত্রোপচারটি সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লেগেছে মাত্র ২ ঘণ্টা।

নিজ চোখে নিজের কিডনি প্রতিস্থাপন দেখতে পেরে নিকোলাস বলেন, ঐ সময় কি হচ্ছিল সেটি সম্পর্কে জানা বেশ ভালো অভিজ্ঞতা ছিল। এছাড়া তারা কী করছে সেটি সম্পর্কে তাৎক্ষণিক জানাও দারুণ ছিল। অস্ত্রোপচারের এক সময় আমি চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম আমি কি আশা করতে পারি আমার চেতনানাশক কাজ করা শুরু করবে।

তিনি আরো বলেন, সত্যি বলতে আমার কোনো অনুভূতি ছিল না। আমার আরামের জন্য কিছু ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু ঐ সময় কী ঘটছিল তা সম্পর্কে আমি পুরোপুরি অবগত ছিলাম। বিশেষ করে যখন তারা আমার নাম ধরে ডাকছিল এবং বলছিল অস্ত্রোপচারের এ ধাপ-ঐ ধাপ শেষ হয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!