কক্সবাজারে টেকনাফে নাফ নদীর হাড়িয়াখালী সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৯ জুন) মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর হাড়িয়াখালী সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ উপজেলায় নাফ নদীর হাড়িয়াখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে নাফ নদী পার হয়ে ছোট একটি বস্তা সাথে নিয়ে সন্দেহজনক তিনজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা সাথে থাকা বস্তাটি ফেলে লোকালয়ের ভিতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে পাচারকারিদের ফেলে যাওয়া একটি ছোট বস্তা ও কিরিচ দা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ান দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ/চ্যা.আ/হা.কা
আপনার মতামত লিখুন :