AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরাইলি আগ্রাসনে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:২৭ পিএম, ৪ জুলাই, ২০২৪
ইসরাইলি আগ্রাসনে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর

গাজায় ইসরাইলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। পৃথিবীর চতুর্দিক থেকে নিন্দার ঝড় উঠলেও যুদ্ধবিরতির কোনো লক্ষ্মন নেই। এরমাঝে ইহুদবাদি দেশটি পশ্চিম তীরে ৩ হাজার ১৩৮ একর জায়গা দখল নেওয়ার ঘোষণা দিয়েছে। 

গত তিন দশকের মধ্যে এটি সর্বোচ্চ পরিমানে জমি দখলের রেকর্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিএনএন। সিএনএন জানিয়েছে, পশ্চিমতীরে নতুন করে যে পরিমাণ জমি দখল করার ঘোষণা দিয়েছে ইসরাইল, তা গত তিন দশকে দখল করা জমির ক্ষেত্রে এটি রেকর্ড। 

ইসরাইলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাউয়ের হিসাব অনুসারে, গত ২৫ জুন থেকে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ৩ হাজার ১৩৮ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরাইলিদের জন্য বসতি গড়ে তোলা যায়।এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরাইল সরকার প্রায় ২ হাজার ৭৫০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করে ইসরাইল।

ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনে অবৈধ। তবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গত কয়েক দশকে পশ্চিম তীরে বহু ভবন ও বসতি নির্মাণ করে আসছে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বর্তমানে ৪ লাখ ৯০ হাজারেরও বেশি ইসরাইলি বসবাস করেন।  তাদের সঙ্গেই সেখানে রয়েছে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি।

একুশে সংবাদ/যু/ হা.কা

 

 

 

Link copied!