আলোচিত ইসলামিক স্কলার ও তরুন প্রজন্মের আইডল মিজানুর রহমান আজহারী দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন। বুধবার (১০ জুলাই) রাত ৯টার সময় এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে তিনি জোহানেসবার্গ ওর থাম্বু বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় বিশ্ব বরেণ্য এই স্কলারসকে অভ্যার্থনা জানান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আমজাদ হোসেন চয়নসহ প্রবাসী বাংলাদেশীরা।
এই সফরটি মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত সফর বলে জানা গিয়েছে। তবে তিনি কোন বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছেন কিনা তা এখনও জানা যায়নি।
মিজানুর রহমান আজহারীর এই সফরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সফরের খবর শেয়ার করছেন এবং তার বক্তব্যে জন্য অপেক্ষা করছেন।
মিজানুর রহমান আজহারীর এই সফর নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। তার বক্তব্য এবং উপস্থিতি এখানকার মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবনে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে অনেকেই আশা করছেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :