AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে ব্যর্থ বাইডেন প্রশাসন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৭ পিএম, ১১ জুলাই, ২০২৪
সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে ব্যর্থ বাইডেন প্রশাসন

 আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। দু’জন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এই আভাস দিয়েছেন।

এক ডেমোক্র্যাটিক এমপি এবং রিপাবলিকান সিনেটের এক সিনিয়র সহকারী গণমাধ্যমকে বলেছেন, স্বাভাবিকীকরণ চুক্তিটি সবসময়ই একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো। কারণ, একদিকে সৌদি দাবি করছে- যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে। অপরদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে। তবে এর জন্য সিনেট অনুমোদনের প্রয়োজন হবে।

তারা আরও জানান, প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজন শুনানির। কিন্তু সেজন্য কংগ্রেসনাল ক্যালেন্ডারে পর্যাপ্ত সময় বাকি নেই। তাই সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে। প্রকৃতপক্ষে, নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো ২৭ সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটের অধিবেশন চলে এমন চার সপ্তাহেরও কম সময় আছে। এই সময়ের মধ্যে আগস্ট মাস অন্তর্ভুক্ত থাকে। তখন কংগ্রেস শুধুমাত্র দুই দিনের জন্য খোলা থাকে। সূত্র: টাইমস অব ইসরায়েল

একুশে সংবাদ/বা.প্র/হা.কা 

 

Shwapno
Link copied!