AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে বিশাল তেল খনির সন্ধান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:০০ পিএম, ১৫ জুলাই, ২০২৪
কুয়েতে বিশাল তেল খনির সন্ধান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে। এই খনি অন্তত ৩২০ কোটি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির জ্বালানি তেল অনুসন্ধান, উত্তোলন ও বিপননকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় কেপিসি’র প্রধান নির্বাহী শেখ নাওয়াফ সৌদ নাসির আল-সাবাহ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে বিশাল এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে, তার তিন গুণেরও বেশি তেলের মজুত রয়েছে নতুন এই খনিটিতে ‘

পরে এক বিবৃতিতে কেপিসি জানিয়েছে, নতুন এই খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

উল্লেখ্য, কুয়েতের অর্থনীতি এখনো সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের ৪ শতাংশ রয়েছে দেশটিতে।

জ্বালানি তেল উত্তোলন ও রফতানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের তথ্যানুসারে, এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা। প্রতি বছর দেশটি ১০৪ কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!