AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরাইলের ৫ নাগরিক, তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি ইইউর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১০ এএম, ১৬ জুলাই, ২০২৪
ইসরাইলের ৫ নাগরিক, তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি ইইউর

ফিলিস্তিনের গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের পাঁচ নাগরিক ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচ ইসরাইলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন। সংস্থা তিনটির মধ্যে দু’টির জানা গেছে। যে পাঁচ ইসরাইলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের মধ্যে দু’জন দুটি সংস্থার প্রধান নির্বাহী।

এই সংস্থাগুলো হলো টিজাভ ৯, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। যে দুই ব্যক্তির নাম জানা গেছে, বেন-জিওন গোপস্টেইন এবং ইসাশ্চার মান্নে। ইসাশ্চার মান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী।

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো ২০২৩ সালের ৯ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা-সহিংসতায় উসকানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেয়ারও অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ তোয়াক্কা না করেই অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। হামাস নির্মূলের নামে একের পর হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে। উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ সব দিক দিয়ে চালানো হচ্ছে এসব হামল। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে।

আল জাজিরা জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। 

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উপকূলীয় এলাকাগুলোয় সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। আর রাফা ও মধ্য গাজায় হামলা চালিয়ে হামাসের কয়েকজন সদস্যকে হত্যাও করা হয়েছে। উপত্যকাটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলি নৌবাহিনী হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েক দফা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ।

অন্যদিকে হিজবুল্লাহও ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!