AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিজানুর রহমান আজহারির সভাপতিত্বে সামাজিক সংগঠনের আত্নপ্রকাশ


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৬:৫২ পিএম, ১৬ জুলাই, ২০২৪
মিজানুর রহমান আজহারির সভাপতিত্বে সামাজিক সংগঠনের আত্নপ্রকাশ

নিজস্ব জমিতে মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি গড়ে তোলার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের নিজামিয়া কমপ্লেক্সে ‘বাংলাদেশ মুসলিম কমিউনিটি অফ সাউথ আফ্রিকা’ নামে নতুন সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। দেশটিতে সফররত প্রখ্যাত আলেম ও আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির উপস্থিতিতে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

রোববার (১৪ জুলাই) মিডর‍্যান্ড নিজামীয়া কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. মিজানুর রহমান আজহারির সভাপতিত্বে স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ীক, সামাজিক ও প্রবাসি বাংলাদেশিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মোঃ মোশাররফ হোসাইন ও কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন চয়নের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমরান হোসাইন।

সভায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের নিজস্ব ইতিহাস ঐতিয্য এবং সংস্কৃতির বিষয়টি উঠে আসে। প্রস্তাবনা আসে নিজস্ব জমিতে বাংলাদেশ সেন্টার বা কমপ্লেক্স গড়ে তোলার। যেখানে মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

ড. আজহারি বলেন, এই জন্য প্রয়োজন নিজেদের মধ্যে একতা তৈরী করা। ছাড় দেয়ার মন মানুষিকতা রেখে পদ পদবীর লোভ লালসা ভুলে এগিয়ে যেতে পারলে তবেই এমন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকার ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন, প্রকৃতির বিন্যাশ, ইন্ডিয়ান ও তুরস্কের সৃতি ও স্থাপত্য, কলা কৌশল ও  প্রতিষ্ঠান, রুপ রেখা  তুলনাহীন ও আকর্ষণীয়, অপ্রতিরোধ্য, চমকপ্রদ, আর্শয্যজনক, অত্যন্ত চিত্তাকর্ষক এক কথায় মাইন্ড ব্লোয়িং।

ড. মিজানুর রহমান আজহারির আলোচনায় দক্ষিণ আফ্রিকায় অবস্থান রত ২/৩ লক্ষ বাংলাদেশিদের প্রশংসা সূলভ অবদানের কথা স্মরণ করে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন এবং ঘোষণা করেন তিনি প্রতি বছর দক্ষিণ আফ্রিকার মাহফিল অনুষ্ঠানে যোগ দিবেন।

উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শে সংগঠনের নাম করন করা হয় ‘বাংলাদেশ কমিউনিটি অব দক্ষিণ আফ্রিকা’। এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে একটি কমপ্লেক্স ঘোষণা করে উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে তাৎক্ষণিক পাঁচ মিলিয়ন রেন্ট ফান্ড রাইজিং করা হয়। এবং সকল বাংলাদেশিকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

সভায় আমজাদ হোসেন চয়নকে সমন্বয়কারি করে মোহাম্মদ মোশাররফ হোসাইন, আক্তারুজ্জামান, ইব্রাহিম আহমদ, জহুরুল হক তরুন, হামিদুল হক সহ ৫ জন সহযোগী সদস্য ঘোষণা করা হয়।চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০২৪ এদের মেয়াদ শেষ হবে।

পরিশেষে মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক আমজাদ হোসেন চয়ন।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!