ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।
বুধবার (২৪ জুলাই) দেশটির সেনাবাহিনী শহরটির বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, জিম্মি মায়া গোরেন ও সেনা সদস্য রাভিদ আরিয়েহ কাটজ, ওরেন গোল্ডিন, টোমার আহিমাস এবং কিরিল ব্রডস্কির মরদেহ ইসরাইলে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে চাজন সেনা এবং একজন স্কুল শিক্ষক।
তারা আরও জানায়, বুধবার গাজা উপত্যকার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও বলেছে, ওই চার সেনা সদস্য গত বছরের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হয়।
এছাড়া, গত বছরের ডিসেম্বরে হামাসের হাতে জিম্মি স্কুল শিক্ষক গোরেনের মৃত্যুর খবর জানা যায়।
গেলো বছরের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির প্রায় ১২শ লোক নিহত হন। এছাড়া ২৫০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকে গাজায় হামলা শুরু করে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় ৩৯ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯০ হাজারেরও বেশি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :