ভারতের উত্তর প্রদেশের গন্ডা এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে চন্ডীগড়-ডিবরুগড় ট্রেনের ১২টি কোচের মধ্যে চারটি লাইনচ্যুত হয়। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ট্রেনটি চন্ডীগড় থেকে আসামের দিবরুগড়ের দিকে যাচ্ছিল। রেল কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনার পেছনে নাশকতার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ট্রেন লাইনচ্যুত হওয়ার আগে ট্রেনচালক একটি বিস্ফোরণের শব্দ শুনেছিলেন।
ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। রেলওয়ে মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের বাসে করে নিকটস্থ মানকাপুর জংশনে নিয়ে যাওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :