দক্ষিণ আফ্রিকার পুলিশ গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৯৫ জন লিবিয়ার নাগরিককে আটক করেছে।
শুক্রবার (২৬ জুলাই) পুলিশ জানিয়েছে, তারা দেশের উত্তরে এমপুমালাঙ্গা প্রদেশের হোয়াইট রিভারের একটি খামারে অবস্থিত কথিত সামরিক ক্যাম্পে সকালে অভিযান চালিয়ে ৯৫ জন লিবিয়ার নাগরিককে আটক করেছে।
আমরা এখন তাদের গ্রেপ্তার করছি না, তবে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি এবং যে কোনও অপরাধমূলক কার্যকলাপের তদন্ত করব, বলেছেন পুলিশের মুখপাত্র ডোনাল্ড মধলুলি। আজকে আমরা এখানে যা পেয়েছি তা আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি কারণ আমরা জানি না কে তাদের প্রশিক্ষণ দিচ্ছিল, তাদের কিসের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং কেন সেই প্রশিক্ষণ এখানে দক্ষিণ আফ্রিকায় হচ্ছে। এটি কেবল দক্ষিণ আফ্রিকার জন্যই নয় বরং হুমকি হতে পারে। সমগ্র দক্ষিণ আফ্রিকা অঞ্চলেও।
এমপুমালাঙ্গার ভারপ্রাপ্ত প্রাদেশিক পুলিশ কমিশনার মেজর জেনারেল জেফ মাখওয়ানাজি এক বিবৃতিতে বলেছেন, হেফাজতে নেওয়া ৯৫ জনকে সবাই লিবিয়ার নাগরিক এবং বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :