ভারতের রাজধানী দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতায় রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার। এই ঘটনায় পানিতে ডুবে ২ মা-শিশুর মৃত্যু হয়েছে। সারা শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, আটকা পড়েছেন অনেকেই।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইতিমধ্যেই ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লির পরিস্থিতি বিবেচনা করে রেড অ্যালার্ট জারি করেছে। আইএমডি দিল্লির বাসিন্দাদের নিজ বাড়ির ভিতরে থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।
অন্যদিকে বুধবার (৩১ জুলাই) ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে সকল স্কুল বৃহস্পতিবার (১ আগস্ট) বন্ধ ঘোষণা করেছেন।
জলাবদ্ধতায় দিল্লির সড়কে গাড়ির সারিবদ্ধ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে আছে যাত্রীরা। দিল্লির ফ্লাইওভারেও দেখা গেছে যানজট।
দিল্লির গাজীপুরে এলাকায় জলাবদ্ধ ড্রেনের পিছলে পরে তনুজা নামে এক নারী ও তার তিন বছরের ছেলে প্রিয়াংশের মৃত্যু হয়।
আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। দিল্লির অন্তত ১০টি ফ্লাইট জয়পুর এবং লখনউতে ঘুরিয়ে দেয়া হয়েছে। বৈরি আবহাওয়ায় অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এই পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইনগুলো।
একুশে সংবাদ/আ.চ/সা.আ
আপনার মতামত লিখুন :