AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাতে ভর দিয়ে তিনটি উড়োজাহাজ টেনে নিচ্ছেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৪ পিএম, ১ আগস্ট, ২০২৪
হাতে ভর দিয়ে তিনটি উড়োজাহাজ টেনে নিচ্ছেন

হাতে ভর দিয়ে হেঁটে তিনটি ছোট উড়োজাহাজ টেনে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির এক ব্যক্তি। তাঁর নাম মাত্তিও পাভোনে। ইতালির আসতি এলাকার কাসতেলনুওভো ডন বসকোয় এ রেকর্ড গড়েন। একসময় রাগবি খেলোয়াড় ছিলেন মাত্তিও। তিনি বলেন, বেশ কিছু ইনজুরির কারণে ২৪ বছর বয়সে রাগবি খেলা ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এরপর তিনি ব্যতিক্রমধর্মী খেলাধুলার দিকে বেশি মনোযোগ দেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মাত্তিও বলেন, ‘আমার ইনজুরিগুলোর মধ্যে সবচেয়ে খারাপটি শরীরের পেছনের অংশে। চিকিৎসকেরা বলেছিলেন, আমি আর কখনো খেলতে পারব না। কিন্তু তাঁরা ভুল বলেছিলেন।’এই রেকর্ড গড়ার জন্য মাত্তিও ইয়োগা, কার্ডিওসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, নিজের রেকর্ড ভাঙার পরিকল্পনা রয়েছে তাঁর।

মাত্তিও বলেন, ‘এ রেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। তবে চূড়ান্ত ফলাফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। আমি নিশ্চিতভাবে চারটি বা তার চেয়ে বেশি উড়োজাহাজ টানতে পারব। যত দ্রুত সম্ভব আমি সেটি করার চেষ্টা করব।’গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, রেকর্ডের চেষ্টা শুরুর আগে হালকা উড়োজাহাজ, যা ৫ হাজার ৬৬৯ দশমিক ৯০ কেজির বেশি না হয়, সে জন্য ওজন করে নিতে হয়েছিল। রেকর্ড গড়ার জন্য তাঁকে উড়োজাহাজগুলো ৫ মিটার (১৬ দশমিক ৪০ ফুট) পর্যন্ত টেনে নিতে হয়েছে।

তিনটি উড়োজাহাজ একটির সঙ্গে আরেকটি বেঁধে দেওয়া হয়। প্রথম প্রচেষ্টায় মাত্তিও সব একসঙ্গে সফলভাবে টেনে নিতে সক্ষম হন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি আরও একটি উড়োজাহাজ যুক্ত করেন। কিন্তু এবার আর নির্ধারিত স্থান পর্যন্ত যেতে পারেননি তিনি। পাঁচ বছর বয়স থেকেই খেলাধুলার প্রতি ভালোবাসা তৈরি হয় মাত্তিওর। তিনি প্রথমে কারাতে ও ফুটবল বেছে নেন। পরে ১১ বছর বয়সে রাগবি খেলা শুরু করেন। এর আগে সবচেয়ে ভারী গাড়ি হাতে ভর দিয়ে টেনে নেওয়ার রেকর্ড ছিল তাঁর। সবচেয়ে দ্রুততম সময়ে টেনে নেওয়ার রেকর্ডও তাঁরই।

একুশে সংবাদ/প্র.আ/হা.কা

 

 

Link copied!