AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনজেম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২৪ পিএম, ১ আগস্ট, ২০২৪
আনজেম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

নিষিদ্ধ সংগঠন ‘আল মুহাজিরুন’-এর নেতা হিসেবে দোষী সাব্যস্ত করে বিতর্কিত ইসলামি বক্তা আনজেম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। গত মঙ্গলবার এই রায় দেওয়া হয়। বিতর্কিত এই ব্যক্তি ‘আল মুহাজিরুন‍‍` সংগঠনের ‘তত্ত্বাবধায়ক‍‍` ছিলেন বলে জানিয়েছে আদালত। ২০১০ সালে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ সরকার। এই গোষ্ঠীর কয়েক সদস্য ২০১৩ সালে ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যা এবং ২০১৭ ও ২০১৯ সালে লন্ডন ব্রিজে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

বিচারক মার্ক ওয়াল উলউইচ ক্রাউন কোর্টে চৌধুরীকে বলেন, ‘‘আপনার সংগঠনের মতো সংগঠনগুলো আদর্শিক কারণের প্রতি সমর্থনে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে। এগুলোর অস্তিত্ব এগুলোর একক সদস্যদেরকে এমন কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করছে যা তারা হয়ত এরকম না হলে করতেন না। সেগুলো মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে যারা অন্যথায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেন।‘ চৌধুরীর যাবজ্জীবন সাজার অধীনে সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ ২৮ বছর। ৮৫ বছর বয়স না হওয়া অবধি তিনি মুক্তি পাবেন না। বিচারক জানিয়েছেন যে, তাকে এত দীর্ঘমেয়াদে সাজা দেয়ার কারণ হচ্ছে তিনি ‘তরুণদেরকে মৌলবাদী কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করেছেন।

একুশে সংবাদ/আ.স/হা.কা

 

 

Link copied!