AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিপাইনে চায়নাটাউনে ভয়াবহ আগুন, ১১ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৪২ পিএম, ২ আগস্ট, ২০২৪
ফিলিপাইনে চায়নাটাউনে ভয়াবহ আগুন, ১১ জনের মৃত্যু

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার চায়নাটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) পাঁচতলা একটি ভবনে আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। উদ্ধারকর্মীরা পাঁচতলা ভবনটি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।এছাড়া হতাহতদের পরিচয়ও এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সময় ভবনে কতজন লোক আটকা পড়েছিল তা এখনো স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের আগস্টে ফিলিপাইনে একটি আবাসিক এবং গুদাম ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া মে মাসে রাজধানীর ঐতিহাসিক সেন্ট্রাল পোস্ট অফিস ভবনে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল। এ ছাড়াও ২০১৭ সালেও দক্ষিণ দাভাও শহরের একটি শপিংমলে আগুন লেগে ৩৭ জন মারা যান।
 

Link copied!