‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বনটির প্রায় ৭০০ বর্গ কিলোমিটার পুড়ে গেছে।
শনিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল আমাজন রেইনফরেস্টে দাবানল ছড়িয়ে পড়ায় ব্রাজিলের আমাজনাস রাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর আপুই ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।
জানা গেছে, আগুনে বনটির প্রায় ৭০০ বর্গ কিলোমিটার পুড়ে ছাই হয়ে গেছে। যা গত বছর আগুনে নষ্ট হওয়া বনের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
প্রতি বছরই দাবানলের কবলে পড়ে ব্রাজিলের আমাজন রেইনফরেস্টটি। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে এই বনটি।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধির কারণে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছে আমাজন বনের ব্রাজিলের অংশ। দাবানলের আগুন নেভানোর জন্য কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :