AB Bank
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন ঘাঁটিতে রকেট হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৩৬ পিএম, ১৪ আগস্ট, ২০২৪
মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, কনোকো গ্যাসক্ষেত্রের মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় ঘাঁটি জুড়ে অ্যালার্ম বেজে উঠে। এ সময় গোলাগুলির শব্দ শোনা গেছে। 

অবজারভেটরি আরো জানিয়েছে, এই হামলার পরপরই কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত মিলিশিয়া গ্রুপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) পশ্চিম দেইর আল-জোরে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর পাল্টা হামলা শুরু করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মঙ্গলবার রাতে সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।যুদ্ধ পর্যবেক্ষকরা জানিয়েছে, ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে মিলিশিয়াদের লক্ষ্য করে এসডিএফ ভারী মেশিনগান ব্যবহার করে গুলি ছুড়ছে। সংঘর্ষে তাৎক্ষনিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ওয়াচডক গ্রুপ জানিয়েছে, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় মার্কিন ঘাটিগুলোতে লাগাতার হামলা চালাচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়ারা। ইতিমধ্যে ১৩৫টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪০টিরও বেশি হামলা চালানো হয়েছে কনোকা গ্যাস প্লান্টকে লক্ষ করে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!