পাকিস্তানে গত জুলাই মাসে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় এ পর্যন্ত অন্তত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৬২ জন।পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে ৯৬ জন শিশু ও ৩০ জন নারী।
এনডিএমএর প্রতিবেদনে বলা হয়, বন্যায় পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে যথাক্রমে ৬৫ ও ৩২ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৩ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে।
এ সময় ৩৫২টি গবাদিপশু মারা গেছে। এছাড়া বন্যায় ২ হাজার ২৯৩টি বাড়ি ও ৩০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছে এনডিএমএ।
সূত্র: ট্রিবিউন ডটকম
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :